Sunday, July 5, 2015

ফেসবুকে সেলফি কাব্য!

ফেসবুকে সেলফি কাব্য!



আগে নাকি বিধাতা
ছিল আকাশে, 
ধর্মের কলও তখন 
নড়ত বাতাসে! 
সত্যের জয় এখন 
শুধু ইতিহাসে, 
বিধি বাম হলো 
ক্ষমতার আশে।...
See More
Like · Comment · 
কুইনাইন জর সারাবে 
কুইনাইন সারাবে কে, 
ঋণ নিলে অভাব যাবে 
ঋণ মেটাবে কে! 
সূদের দায়ে জনতা 
অনাহারে কাটায়, 
মহাজন মহা আনন্দে 
প্রমোদ ভ্রমনে যায়।...
See More
Like · Comment · 
খুশি হওয়ার ছলে 
আমি সুখী হতে চাই, 
ভিন্ন বা অনন্য 
তাতে ক্ষতি কিছু নাই। 
যা হবার তাই হবে 
যদি হারিয়ে যাই, 
বেঁচে থাকলে ভুল হয় 
নিউটনও তাই...
See More
Like · Comment · 
প্রশ্ন তুলুন ঘড়ে বাইরে 
প্রশ্ন করুন জোরে,
প্রশ্ন বানে স্কুলের ছাদ 
যাক ভেসে জোয়ারে।
প্রশ্ন বিনা ছাড় দিব না 
ঈশ্বর আসলেও পথে,
প্রশ্ন দিয়েই কথা হবে 
আগামীর রাজপথে।...
See More
Like · Comment · 
আজকাল আর হয় না জানা 
কার যে কেমন কাটে, 
এক বেলা যাদের না দেখলে 
ভাত যেত না পেটে। 
অনেকেই আবার এসেছে 
বন্ধু হয়ে লিস্টের, 
হারিয়ে গেছে সবাই 
যারা সাথী ছিল কষ্টের। ...
See More
Like · Comment · 
মসি'র চেয়ে অসি বড় 
তার চেয়ে থানার ওছি, 
খাজনার চেয়ে বাজনা বড় 
মালকিনের চেয়ে দাসী, 
বাঁশের চেয়ে কঞ্চি বড় 
কাঁকুড়ের চেয়ে বিচি। 
কুকুরের চেয়ে লেজ বড় 
মায়ের চেয়ে মাসি।...
See More
Like · Comment · 
একদিকে গোয়েবলসরা 
অন্য দিকে গোবর্ধন, 
চিপায় পরে ব্যাথায় 
কোঁকায় অভাগা জনগন। 
নতুন করে পুনর্জন্ম 
কমরেড টুইন ব্রাদার, 
ইতিহাস বদলে যেত 
বুঝত যদি আগে ফাদার।...
See More
Like · Comment · 
মানুষ তুমি সলতে খোঁজ 
আগুন নিয়ে হাতে, 
সূযোগ পেলেই ছাই দাও 
অন্যের বাড়া ভাতে। 
মানুষ তুমি কেমনে মানুষ 
পশুর আচরণে, 
লোভ হিংসায় বিবাদ তুমি 
কর সর্ব ক্ষণে।...
See More
Like · Comment · 
মিঠা কথা ভাল লাগে না 
মিঠা নগদ নারায়ণ, 
নিজে বাঁচলে বাপের নাম 
সবচেয়ে বড় রামায়ণ। 
খালি হাড্ডি কেউ চাটে না 
দেখে নাকো ফিরে, 
মুখের কথায় পেট থামে না 
ভিজে না তো চিঁড়ে।...
See More
Like · Comment · 
কখনও বা প্রীত হই 
মাঝে মাঝে ভীত হই ধৃত হবার, 
কৃতকর্মে হীত হীন হলেও 
কৃতি হবার বাসনা আমার। 
আমি সৃষ্টির শ্রেষ্ঠ ধরণীর নিকৃষ্ট 
সর্ব ভুক পরজীবী, 
তিন হাত শরীরের তের হাত 
রসনায় চেটে খাই সবি!!!...
See More
Like · Comment · 
জামাই আমার মাটির মানুষ 
মেয়ের সুখের কপাল,
মায়ের মত দেখে আমায় 
নেই কোন আর আকাল।
ছেলে আমার ভারি বজ্জাত 
কথা শোনে না আমার,
বউ এর কথায় ওঠে বসে 
তার শশুর বড়ই চামার ।...
See More
Like · Comment · 
মধ্য রাতে সেলফে রাখা পদ্য
সকালে হয় গদ্য,
চন্দ্র আমায় করেছে বারণ
 লিখতে আবার পদ্য!
পদ্য দিয়ে নেভে না আগুন
...
See More
Like · Comment · 
সেলফি কাব্য changed their profile picture.
1 hr · 
Like · Comment · 

No comments:

Post a Comment