আজকাল আর হয় না জানা কার যে কেমন কাটে, এক বেলা যাদের না দেখলে ভাত যেত না পেটে। অনেকেই আবার এসেছে বন্ধু হয়ে লিস্টের, হারিয়ে গেছে সবাই যারা সাথী ছিল কষ্টের। ...
মিঠা কথা ভাল লাগে না মিঠা নগদ নারায়ণ, নিজে বাঁচলে বাপের নাম সবচেয়ে বড় রামায়ণ। খালি হাড্ডি কেউ চাটে না দেখে নাকো ফিরে, মুখের কথায় পেট থামে না ভিজে না তো চিঁড়ে।...
কখনও বা প্রীত হই মাঝে মাঝে ভীত হই ধৃত হবার, কৃতকর্মে হীত হীন হলেও কৃতি হবার বাসনা আমার। আমি সৃষ্টির শ্রেষ্ঠ ধরণীর নিকৃষ্ট সর্ব ভুক পরজীবী, তিন হাত শরীরের তের হাত রসনায় চেটে খাই সবি!!!...
জামাই আমার মাটির মানুষ মেয়ের সুখের কপাল, মায়ের মত দেখে আমায় নেই কোন আর আকাল। ছেলে আমার ভারি বজ্জাত কথা শোনে না আমার, বউ এর কথায় ওঠে বসে তার শশুর বড়ই চামার ।...
No comments:
Post a Comment