Friday, June 5, 2015

‪ ‎সেলফি কাব্য-১!

‪ ‪#সেলফিপদ্য!-১।
নাগরিক গিরগিটি আছে বেশ রাজসিক,
বাণিজ্যের বেসাতিতে চুরিটাই মানবিক।
হালুয়ার লোভটাই করে দেয় জাগতিক,
মানবতা উদ্ধারে আছে বোমা আনবিক।

  ‪#সেলফিপদ্য!-২।
কেন যেন জোর নেই চরিত্রের গোড়াতে,
ইউনানী সারিবাদি দিয়েছি মালিশ তাতে।
তবু কোন সাড়া নেই বায়োনিক উল্কাতে,
শুধু মাঝে মাঝে চুলকায় শিশ্নের ডগাতে।

  ‪#সেলফিপদ্য!-৩।
সময় তুমি জেনে রেখ সময় ভাল না,
সময় তোমার সময় মত দেখা হল না।
সময় পেলে সময় করে আসতে ভুল না,
সময় তোমার দোয়া ছাড়া রত্ন মেলে না।

 ‪#সেলফিপদ্য!-৪।
মাংস ছাড়া খালি হাড্ডি কুত্তায় চাটে না,
নগদ ছাড়া জন নেতার মগজ চলে না।
ক্ষমতা নগরে কাঙ্গালের ভিসা মেলে না,
সেলামী ছাড়া সালাম কভূ দিতে হয় না।

  ‪#সেলফিপদ্য!-৫।
বিলাতিরা পলাইছে পাকিদের খেদাইছি,
বাড়াবাড়ি করলে আবারও আসতেছি।
ওরে বুড়া ঘাটের মরা আইন কি জানিস,
আমরা যে স্বাধীন দেশের স্বাধীন পুলিশ!

  ‪#সেলফিপদ্য!-৬।
ষোল আনা জীবনের আঠার আনাই মিছে,
ছয় আনা ঘুমে আট আনা বইয়ের পিছে
দুই আনাতে পেট চলে এক আনাতে ধার,
এক আনার স্বপ্ন নিয়ে জীবন করি পার!

  ‪#সেলফিপদ্য!-৭।

বিনয় যেথা দূর্বলতা সর্বাগ্রেই পরিত্যায্য তা,
নইলে মূর্খরা করে স্বর্গ শাসন দিয়ে মুখরতা।
যে বিনয়ের ফলাফল আনে অধিকার হীনতা,
সেটা মহাপাপ তাতে অপমানিত হয় মানবতা।

 #সেলফিপদ্য!-৮।
নিশিরাতে ফুটপাতে অঙ্গ বেচে পেট চালাতে,
পাষন্ড সঙ্গে আদিম উল্লাসে নর পশুরা মাতে।
চাল ডাল নুনের চে' সস্তা নারীদেহ যে তল্লাটে,
সেখানে ভগবান পূণ্যি মাপে কোন পাল্লাতে!

  ‪#সেলফিপদ্য!-৯।
দিবা নিশি দাঁত পিসি খেরো খাতা মেলে না,
ধারাপাতে ভুল ছিল তাও তো কেউ বলে না!
সময়ের দাস হয়ে ছুটি কেবল বোঝা নিয়ে,
দিনান্তে ঘড়ে ফিরে পানি নাই বদনা চেয়ে।

 #সেলফিপদ্য!-১০।
কাম আর প্রেম যেখানে মিলেমিশে একাকার,
সেনচুরি করাই সেখানে মানিকের অহংকার।
লুচ্চামী যদি হয় পুরুষ চরিত্রের অলংকার,
অযথা সে পুরুষের কাপড়ের কি দরকার!

miZan raHman©